লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি টং দোকান উচ্ছেদ করা হয়েছে এবং ১,৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বুধবার (২৪ মার্চ) লাখাই উপজেলার কালাউক বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় দোকানের বাইরে ড্রেনের উপরে ফলের ঝুরি ও অন্যান্য মালামাল রেখে প্রতিবন্ধকতা ও গণউপদ্রব সৃষ্টি করায় ১ জন দোকানদারকে ৫০০টাকা জরিমানা করা হয়, অন্যান্যদের সতর্ক করা হয়। ড্রেনের উপরে থাকা সকল স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয় এবং দুইটি টং দোকান উচ্ছেদ করা হয়।
একটি দোকানে মেয়াদোত্তীর্ণ প্যকেটজাত বাটারবন ও কেক রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় ১জনকে ১,০০০ টাকা জরিমানা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
বর্তমানে করোনা সংক্রমণের প্রকোপ আবারো বৃদ্ধি পাওয়ায় পথচারীদের মাস্ক পড়তে উদ্বুদ্ধ করা হয়, কয়েকজনকে সাথে সাথে মাস্ক ক্রয় করে পড়তে বাধ্য করা হয় এবং ১জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী মাস্কবিহীন চলাফেরার অপরাধে ২০০ টাকা জরিমানা করা হয়। মাস্ক পড়ুন করোনা প্রতিহত করুন এই বিষয়টি সকলকে অবহিত করা হয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা। অভিযানে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।