আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে হবিগঞ্জ মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার(২৬ মার্চ) পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মাধবপুর থানা, উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, মাধবপুর পৌরসভা, মাধবপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ৮টা পতাকা উওোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, এরপর মাধবপুর থানার এসআই আঃআহাদ নেতৃত্বে থানার পুলিশ, আনসার,ফায়ার সার্ভিস, স্কাউট অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহেরা স্বাগত বক্তব্য বলেন বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর বিস্তারিত আলোকপাত করে এই উন্নয়ন চলমান রাখতে যারযার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের এএসপি মহসীন আল মুরাদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।