নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌর যুবদলের উদ্যোগে যুবদল সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর ইসলাম এর মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৫ টায় মরহুমের বাড়ি শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুর আহমদ গ্রামে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত ২৩ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর ইসলাম মৃত্যু বরণ করেন। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর যুবদল সভাপতি আব্দুল মোতালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান রিপন। এতে আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা ছাবু মিয়া, সৈয়দ রিমেল রহমান, খোকন চৌঃ, ঈমান উদ্দিন, মোঃ আব্দুস সালাম, হাবিবুর রহমান কায়েছ, ছাত্রদল নেতা-রাজিব আহমেদ, মহিউদ্দিন মহি, নিহতের আত্মীয় ফরিদ আলী, শামিম আহমেদ প্রমুখ।
এ শোক সভায় ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে।