আলমগীর কবির/রুবেল,মাধবপুর : হবিগঞ্জ মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
২ এপ্রিল শুক্রবার উপজেলার আন্দিউরা ইউনিয়নের হরিশ্যামা গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা- তুজ -জোহরা।
ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এক কৃষকের মেয়ের বাল্যবিবাহ আয়োজন করা হয়েছে।আজ দুপুরে তিনি পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন।
তাঁদের দেখে বরসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেয়েটির বাবা ও মা ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা ও বাল্যবিবাহ আইন নিরোধ ২০১৭ অনুযায়ী ১০০০০/-টাকা অর্থদণ্ড দিয়ে ছাড়া পান।