স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জ শহরের পয়েন্টে পয়েন্টে ঝটলা বেধে মোবাইল কোম্পানির সিম বিক্রি হচ্ছে। সরকারের কঠোর নির্দেশনা থাকা সত্বেও মানা হচ্ছেনা সরকারী নীতিমালা সামাজিক দুরত্ব কিংবা স্বাস্থ্যবিধি।
রবিবার (৪ মার্চ)সরজমিনে দেখা যায়, শহরের শায়েস্তানগর, আরডী হল, পৌর মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছাতা টানিয়ে বিভিন্ন মোবাইল কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা আর্কষনীয় অফার দিয়ে ঝটলা বেধে মোবাইল সিম বিক্রি করছেন।
উঠতি বয়সী ছেলে মেয়েরা হুমড়ি খেয়ে পড়ছে এসব অফারে, এতে করে যেমন সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছেনা অন্যদিকে করোনা মহামারীর প্রার্দূভাব দ্রুত ছড়ানোর সম্ভাবনা রয়েছে।
সচেতন নাগরীক মনে করে এসব ক্ষেত্রে প্রশাসনকে আরো কঠোর হওয়া উচিত।
এসব বিষয়ে বিক্রয় প্রতিনিধিদের সাথে কথা বললে তারা বিষয়টি এড়িয়ে চলে যায়।