হবিগঞ্জ প্রতিনিধি :
পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও অসহায় সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ দিঘলবাগ প্রবাসী ইউনিটি ক্লাব। শনিবার (১০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দিঘলবাগ দারুল কোরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সংগঠনের অভিষেক অনুষ্ঠানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পরিচালনা কমিটির আহবায়ক নোমান হোসাইন ও যুগ্ম-আহবায়ক সৈয়দ রুবায়েল আহমেদ জুয়েলের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী আমান উদ্দিন।
এতে উপস্থিত ছিলেন শেখ সেবুল আহমেদ, জহিরুল ইসলাম সেলিম, আনিসুর রহমান রাজু, ডাঃ সৈয়দ শাহীন মিয়া, বিশিষ্ট মুরুব্বী মিজাজ আলী, মন্নর আলী, সৈয়দ ফরিদ মিয়া, শিষ আলী, সফর আলী, আলাউদ্দিন, সৈয়দ আলী, ফুল মিয়া, বিলাত মিয়া, আব্দুর রাজ্জাক, আরজু মিয়া, আব্দুল মালেক, আব্দুন নুর, আব্দুর রউফ ও মাদ্রাসার মুহতামিম মাওলানা কামরুল চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোশাহিদ মিয়া, শাহাব উদ্দিন, জসিম উদ্দিন,সামছু মিয়া, আনিস, রুবেল, শামীম, জবেদ আলী, আরিফ, সালাউদ্দিন, নাছির ও বিলাল প্রমুখ। এর আগে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন দিঘলবাগ প্রবাসী ইউনিটি ক্লাবের প্রধান আহ্বায়ক সৈয়দ তোফায়েল আহমেদ জামাল, আহবায়ক মোঃ কুদ্দুছ মিয়া ও কাউছার আহমেদ রিয়াদ। পরে এলাকার সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এতে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।