নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনা পরিস্থিতিতে জনসাধারনের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করনের লক্ষে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ- ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্ভোধন করা হয়েছে।
রবিবার(১১ এপ্রিল) বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পার্কিং এরিয়ায় এর উদ্ভোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ডিএলও) প্রকাশ রঞ্জন বিশ্বাস, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) রমাপদ দে,শায়েস্তাগঞ্জ এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক সৌরভ পাল চৌধুরী, মদিনা পোল্টির মালিক রুয়েল আহমেদ, নছরতপুর ডেইরি ফার্মের মালিক কালা মিয়া।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রমাপদ দে জানান করোনা কালে যাতে জনসাধারন পুষ্টির অভাবে না ভুগেন তাই সরকারি নির্দেশে প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ডিম, দুধ ও মাংসের ভ্রাম্যমান ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র করা হয়েছে। ভ্রাম্যমান এ বিক্রয় কেন্দ্র পুরো উপজেলায় দুধ – ডিম ও মাংস বিক্রি করবে।