নিজস্ব প্রতিনিধি :দেশে যখন প্রথমবারের মত করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছিল সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ স্থানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে হাত ধোয়ার বেসিন ও পানির ট্যাংকি স্থাপন করেছিল। কিন্তু বাস্তবে হাত ধোঁয়ার বেসিন ও পানির ট্যাংকি শুধু নিয়মেই সীমাবদ্ধ রয়েছে। শুরুর দিকে কিছুদিন বেসিনের পাশে হাত ধোয়ার উপকরণ হিসেবে সাবান রাখা হয়েছিল।
সরেজমিনে দেখা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার রেলওয়ে পার্কিং-এ বেসিনের মাঝে হাত ধোয়ার পানি নেই, সাবান রাখার স্থান আছে, কিন্তু সাবান নেই। এমন অবস্থায় রয়েছে উপজেলার শিল্প নগরি অলিপুরের বেসিনটিও । একইভাবে উপজেলার বেসিন শুধু নামেই আছে, কাজে নেই। বেসিনের মাঝে ধুলোবালি আর ময়লা জমে আছে, তদারকি না থাকার কারণে করোনা প্রতিরোধে এসব কোন কাজেই আসছে না।
জনসচেতনতার অভাবে জনসাধারণ ও বেসিন যেমন ব্যবহার করছেন না, তেমনি কর্তৃপক্ষ ও এ ব্যাপারে রয়েছেন উদাসীন। সম্প্রতি করোনাভাইরাস আবারও প্রকট আকার ধারণ করেছে এ থেকে রক্ষা পেতে হলে সচেতনতার বিকল্প নেই।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলায় মাত্র দুইটি বেসিন নির্মাণ করা হয়েছিল। দুটি বেসিন নির্মান ব্যয় এক লাখ বিশ হাজার টাকা।
একটি বসানো হয়েছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ের কাছে, আরেকটি মহাসড়কের অলিপুরে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা গণস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো.আব্দুর রাজ্জাক জানান, আমরা কতসুন্দর করে বেসিন নির্মাণ করে দিয়ে আসছি, কিন্তু সাধারণ মানুষের অসচেতনার জন্য বেসিন ঠিকভাবে ব্যবহার করা হচ্ছেনা।
এছাড়া শায়েস্তাগঞ্জে যে বেসিনটি বসানো হয়েছে সেটির পানি অনেক দূর থেকে পাইপ দিয়ে আনা হয়েছে। রেলপার্কিংয়ে অতিরিক্ত গাড়ি আসা যাওয়ার কারণে পাইপ ফেটে গিয়ে পানির সংযোগ ব্যাহত হয়।
আর সাবান পানি দেখভাল করার জন্য স্থানীয় একজন দোকানদারকে দ্বায়িত্ব দিয়ে এসেছিলাম, আমি এ ব্যাপারে খোজ নিয়ে দেখব।
আর করোনা ভাইরাস প্রতিরোধে বেসিন বাড়ানো যায় কিনা প্রশ্নে তিনি বলেন, বেসিন চাইলে বাড়ানো যায়, কিন্তু সাধারণ মানুষ এর ঠিকমত ব্যবহার করতে জানেনা, ফলে আমাদের বদনাম হয়।