নিজস্ব প্রতিবেদকঃ শায়েস্তাগঞ্জে স্বাস্থবিধি না মানায় ৫ ব্যক্তিকে ২ হাজার ৩ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরএলাকায় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম।
এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শন করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, চালসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারে যথেষ্ট পরিমান পণ্য মজুদ আছে বলে নিশ্চিত করেছেন ব্যবসায়ীরা।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি-১ এর একটি টিম।