নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার( ২২ এপ্রিল) রাত সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল এএসপি এ কে এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা সরদার পাড়া গ্রামের মোঃ জামাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ৫৬২ পিস ইয়াবা জব্দ করা হয়।
এসময় মাধবপুর উপজেলার ইসলামাবাদ গ্রামের কেলু মিয়ার ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ জামাল মিয়া (৩৭)কে গ্রেফতার করা হয় ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।