নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ রোড়ের ভাংঙ্গাপুল থেকে দুই অটো রিস্কা ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার ভাংঙ্গাপুল এলাকা থেকে অটো রিস্কা ছিনতাই কালে দুই ছিনতাইকারী কে আটক করেছে হবিগঞ্জ সদর থানার এস আই নাজমুল হোসেন সহ এক দল পুলিশ।
জানা যায়, কিশোরগঞ্জ জেলার কুমরি গ্রামের মোঃ মুনসী মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩৫)
ও হবিগঞ্জ সদর উপজেলা বহুলা গ্রামের মোঃ সেতু মিয়ার ছেলে রিপন (৩০) কে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ রোডের ভাংঙ্গাপুল এলাকায় অটো রিস্কাটি ছিনতাই কালে চালকের চিৎকারে রাস্তায় থাকা সাধারণ মানুষের সহযোগিতায় ছিনতাই কারীকে আটক করা হয়।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী স্যার এর সাথে যোগাযোগ করলে তিনি দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাটিয়ে ছিনতাইকারীদের আটক করেন।