মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুরে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে কৃঞ্চ সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার সুন্দাদিল গ্রামের লালমোহন সরকারের ছেলে। ঘটনার স্বীকার স্কুল ছাত্রীর মা থানায় মামলায় অভিযোগ করেন। গ্রেফতার কৃঞ্চ সরকার তার দুই যোগী বন্ধুকে নিয়ে প্রায়ই যৌন হয়রানী করত।
মাধবপুর থানার ডিউটি অফিসার এএস আই নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাধবপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।