রুবেল আহাম্মেদ, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের কাকলি খান বর্তমানে একজন সফল উদ্যোগতা। কাকলি খান তার নিজের মুখেই বর্ননা করেছেন তার সফলতার গল্প।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সংসার সন্তান নিয়ে ব্যস্ত ছিলাম। হতাশায় দিন কাটে। করোনাকালীন সময়ে ভেবেই বসি চাকরির সময় তো শেষ হতে চলল আর কিছু হয়তো করা হল না। বান্ধবীর মাধ্যমে উইতে (women e-commerce forum) জয়েন হই। অনুপ্রেরণা পাই সিনিয়র আপু ভাইয়াদের নানা ধরণের পোস্ট পড়ে। সিদ্বান্ত নেই এখান থেকেই কিছু করবো।
দুই ছেলে আমার বড় ছেলের বয়স সারে তিন বছর ছোট ছেলের আড়াই মাস চলে। সিদ্ধান্ত নিয়ে সিলেটের ঐতিহ্য নিয়ে কাজ শুরু করি। ফেইসবুকে টং সোয়ারী নামে পেইজ খুলে সিলেট অঞ্চলের সেরা চা-পাতা, মনিপুর শাড়ি, মনিপুরী শাল, নকশী কাঁথা নিয়ে কাজ শুরু করে দেই। উইতে জয়েন করেছিলাম ১৬ জুলাই ২০২০ সালে। ৯৩ দিনে হয়েছি লাখপতি। পাঁচ বার টপ কন্টিবিউটরস লিস্টে নাম এসেছে এর মধ্যে দুই বার টপ ওয়ান হয়েছি। দশ মাসের জার্নিতে ৬ লাখ ৩০ হাজার সেল করেছি। রোজার ওয়েভে হবিগঞ্জ থেকে দুই লাখ টাকা সেল হয়েছে।
জেলা সহ-প্রতিনিধি হিসেবে নির্বাচিত হই। দায়িত্ব কাঁদে এসে পড়ল। হবিগঞ্জের উদ্যোক্তাদের নিয়ে উইর মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ডিস্ট্রিক্ট হেড ও মডারেটর আয়েশা আক্তার আপুর নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
উইর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। লাখো নারী আশ্রয় খুঁজে পেয়েছে উইর ছায়াতলে। আমরা নারী আমরাই পারি। সব বাঁধা পেরিয়ে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাই উইর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপুর থেকে।
শ্রদ্বেয় রাজিব আহাম্মেদ স্যারের পরামর্শ মেনে কাজ করলে সফলতা আসবেই আমাদের ইনশাআল্লাহ। স্যার আমাদের পথ প্রদশর্ক। আলোর দিশারী ম্যাজিশিয়ান রাজিব স্যারের দেখানো পথে হাঁটছি ইনশাআল্লাহ। আল্লাহ সহায় হলে ভাল কিছু হবে আমাদের। সবার দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।