লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় এক দন্তচিকিৎস্যকের বিরুদ্ধে অসুস্থ দাতের চিকিৎস্যা করতে গিয়ে মনিরুল ইসলাম (২৮) নামে এক রোগীর ভালো দাঁত তুলে ফেলার অভিযোগ ওঠেছে।
অভিযুক্ত দন্ত চিকিৎস্যক একই উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুর রউফের পুত্র সাব্বির হোসেন উপজেলার বামৈ বড় বাজারে ‘মা ডেন্টাল’ নামে একটি দন্ত চিকিৎস্যালয় পরিচালনা করেন।
অপচিকিৎসার শিকার বামৈ পূর্বগ্রামের বাসিন্দা মৃতঃ তমিজ আলীর পুত্র মনিরুল ইসলাম (২৮) নামের এক রোগী ১৬ই মে (রবিবার) বিকালে এ ব্যাপারে লাখাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, মনিরুল ইসলাম নামের ওই রোগীর দাঁতের সমস্যা হলে গত (১৬ এপ্রিল) তিনি মা ডেন্টালের দন্তচিকিৎস্যক সাব্বির হোসেনের শরণাপন্ন হন। দন্তচিকিৎস্যক তাঁকে নতুন একটি দাঁত লাগিয়ে দেন। পরে গত পাঁচ-ছয় দিন যাবৎ দাঁতটি নাড়াচরা করলে তিনি শনিবার (১৫ মে) সন্ধ্যায় চিকিৎসক সাব্বিরকে এ বিষয়ে জানান। সমস্যাটি সমাধান করতে গিয়ে রোগীর আক্রান্ত স্থান অবশ না করেই ক্যাপ খোলার দীর্ঘ চেষ্টা করেন তিনি।
এ সময় রোগী তীব্র ব্যথা হচ্ছে বলে জানালে চিকিৎস্যক সাব্বির ওই রোগীর তিনটি দাঁতের গোড়ায় মোট তিনটি ব্যাথানাশক ইনজেকশন প্রয়োগ করেন। এরপর রোগীর অসুস্থ দাঁতটি সহ সুস্থ আরো দুটি দাঁত তুলে আনেন ওই চিকিৎস্যক। এর পরপরই অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎস্যক তার দোকান বন্ধ করে সটকে পরেন। এ বিষয়ে কথা হলে দন্তচিকিৎস্যক সাব্বির হোসেন জানান, অসাবধাণতাবশত এরকমটি হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে লাখাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মহিউদ্দিন সুমনের সাথে আলাপকালে জানান, এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।