আলমগীর কবির,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ মাধবপুরে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজকে দুপুরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। হবিগঞ্জ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম সীমান্ত দেবনাথ। সে ভৈরব উপজেলার চন্ডিবেড় এলাকার প্রশান্ত দেব নাথের ছেলে ।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইসপ্তাহে আগে শিশুটি তার মায়ের সঙ্গে শিমুলঘর নানার বাড়িতে বেড়াতে যায়। আজ দুপুরের পর নানা বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পুকুরে পড়ে যায় সে, পড়ে বাড়ীর লোকজন উদ্ধার করে মাধবপুর সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতিয়াইন ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক জামাল মোঃ আবু নাসের শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।