নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী উত্তরণ পরিষদের উদ্যোগে মজলুম ফিলিস্তিনিদের উপর বর্বর নির্যাতন এবং মসজিদে আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কদমতলী নামকস্থানে এ মানববন্ধন আয়োজন করে কদমতলী উত্তরণ পরিষদ।
সংগঠনের সভাপতি মোঃ রাসেল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ খানের পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা হাজী আব্দুস শহীদ, হাজী মোঃ আব্দুর রহিম, মোঃ আব্দুর রশিদ, হাজী মোঃ বায়জিদ মিয়া, হাজী আব্দুল গফুর, হাজী আব্দুল কবির, হাজী মোঃ আলফু মিয়া, হাফেজ বাবুল আহমেদ, সংগঠনের সিনিয়র সহসভাপতি জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন শুভ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কদমতলী উত্তরণ পরিষদ ২০১৬ সাল থেকে এলাকায় অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তন্মধ্যে ঈদে খাদ্য সামগ্রী, শীতে শীত বস্ত্র, ঈদ বস্ত্র, এতিম ছাত্রদের জন্য ইফতার মাহফিল, শিক্ষার্থীদের জন্য পরীক্ষা উপকরণ প্রদানসহ মানবিক কাজে অংশগ্রহন করে যাচ্ছে উত্তরণ পরিষদ।