মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কাশিমনগর ফাঁড়ির পুলিশ।
শনিবার (২২ মে) সকালে আনুমানিক ৮.৪০ ঘটিকায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনতলা হইতে হরিনখোলা গেইটের সামনে রাস্তার এলাকায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর উত্তম কুমার দাস ও এএসআই গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক বিক্রেতারা হলেন নরসিংদীর জেলার সদর থানার পাঁচদোনা শ্রীনগর বাড়ীর মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ ইব্রাহীম খলিল আকাশ (২৮), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা বরুড়া গ্রামে নানু মিয়া ছেলে মোঃ রাব্বি মিয়া (২১)।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ তাদের কে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।