আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ডাক্তার বাড়ি পাশে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে মোঃ ওসমান গনি (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন এ সাজা দেন। প্রশাসন সূত্র জানায়, আজ দুপুরে ছাতিয়াইন ইউনিয়নের ডাক্তার বাড়ি পাশে ছড়া এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তখন শাহপুর গ্রামে হাসিব আলী ছেলে মোঃ ওসমান গনি ( ৩৫) কে জরিমানা করা হয়। মোঃ ওসমান গনি তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।