রবিবার, ১৮ মে ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

শায়েস্তাগঞ্জে ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পরিবেশ” পরিবেশবাদীরা নিরব

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: রবিবার, ২৩ মে, ২০২১

জালাল উদ্দিন রুমী/ সৈয়দ হাবিবুর রহমান ডিউক ঃ
একদিকে রঘুনন্দন পাহাড়, অন্যদিকে পাহাড়ের কোল ঘেঁষে সাধারণ মানুষের বসতঘর। ঠিক তার পাশেই অপরিকল্পিত নগরায়ন গড়ে ওঠায যেন জীববৈচিত্র্যের জন্য হুমকির কারণ হযে দাঁড়িয়েছে। যেকোনো মুহূর্তে আসতে পারে এতদঅঞ্চলের মানুষের জন্য বিপর্যয় ।

একদিকে নদী-নালা বন্ধ হয়ে যাচ্ছে , তাদের অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে ফেলা হচ্ছে নদীতে দূষণ ও ময়লাযুক্ত বিষাক্ত পানি। পাশের নদী নালা গুলো নষ্ট হয়ে জীববৈচিত্র্য ধ্বংসের পথে ।

বেশ কিছুদিন যাবৎ শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের সুতাং ব্রীজের কাছে ও শায়েস্তাগঞ্জ থেকে এলজিইডির পুরাতন সড়কে অলিপুর হয়ে শাহজীবাজার যাত্রাপথে রঘুনন্দন পাহাড়ের কোলঘেঁষে রেলপথ ও সড়কপথের মাঝামাঝি সরকারি জায়গায় স্থানীয় কোম্পানিগুলোর ব্যবহৃত বর্জ্য ও উচ্ছিষ্ট খাদ্য সামগ্রী এখানে ফেলে ময়লার স্তুপ করা হয়েছে। এতে করে আশেপাশের মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ঠ ।

কোমলমতি শিশুরা এই ময়লার পাশ দিয়ে চলাফেরা করতে গিয়ে আক্রান্ত হচ্ছে নানা রকম বাতাস বাহিত রোগে। একই সাথে যাতায়াতকারী যাত্রীগণ নাকে মুখে চেপে দুর্গন্ধ যুক্ত এলাকাটি অতিবাহিত করার সময় বলাবলি করছেন যেন দেখার কেউ নেই। এ বিষয়টি এখনো কর্তৃপক্ষের নজরে আসছে না।

স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, ভোরবেলা একদল লোক ভ্যানে করে অথবা পিকআপ ভ্যান করে এখানে ময়লা ফেলে। কখনো কখনো রাতের গভীরে এই ময়লা ফেলা হয়। নিষেধ করা সত্তে¡ও তারা এই বিষয়টিকে আমলে নিচ্ছেন না ।

স্থানীয় টমটম চালক রাজু মিয়া অভিযোগ করে বলেন, এদিকে যাত্রীরা দুর্গন্ধের কারণে আসতে চায়না। অনেক যাত্রীরা মাঝে মাঝে দুর্গন্ধের কারণে বমি করে দেয়।

এ ব্যাপারে অলিপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহেরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিষয়টি সম্পর্কে জানি। কিন্তু কোন কোম্পানি এখানে ময়লা ফেলছে সেটা সম্পর্কে অবগত নই। একটি ডাম্পিং স্টেশন নির্মাণ করে ময়লা ফেলা হলে পরিবেশ রক্ষা পেত।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে উপ সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ জানান, এ বিষয়টি সর্ম্পকে জেনেছি আমরা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।

এ ব্যাপারে বাপা হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, অপরিকল্পিত শিল্পায়ন এর কারণেই এমনটা হচ্ছে। এই অঞ্চলে এভাবে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য সমুহ ফেলে পরিবেশ-প্রতিবেশ জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন করা হচ্ছে। এ জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরী।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , আমি অবগত হয়েছি, সরেজমিনে দেখতে যাব। তারপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। অবশ্যই পরিবেশ নষ্ট হচ্ছে এবং এর দুর্গন্ধ থেকে বিভিন্ন রকম রোগ-জীবাণু ছড়াচ্ছে ।

বিষয়টি ভেবে দেখা দরকার, আমি এ বিষয়টিকে আমলে নিচ্ছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!