লাখাই প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লাখাই উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (৩০ মে) সকাল ১১ ঘটিকায় লাখাই থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আলহাজ্ব এডভোকেট মোঃ আয়াতুল ইসলামের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল উপজেলার ভাদিকারা গ্রামে শেখ ভানু শাহ মাজার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ- লাখাই- শায়েস্তাগঞ্জ) আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারন সম্পাদক জালাল আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মোঃ সামছুল ইসলাম, লাখাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আওয়াল ভূইয়া, শেখ ফরিদ মেম্বার, শামছুদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন থানা বিএনপির সদস্য মোঃ তোফাজ্জল হক, সাবেক যুদলের সভাপতি শাহ আলম গোলাপ, এডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা কাওছার আহমেদ, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, আযম আহমেদ, মাহবুবুর রহমান, মোক্তাদির হোসেন, বাবুল মিয়া, মোহাম্মদ আলী, হাজী মোস্তফা কামাল খসরু, মাহবুব আলম মালু, শেখ মোতাকির আহমেদ, আল আমিন ইসলাম, কে এম জিয়া, হাবিব তালুকদার, আবদুল্লাহ তাহের, সাকিব আহমেদ প্রমূখ।
আলোচনা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলী আযম।