বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা পর্যায়ে ঈমাম সম্মেলন, শ্রেষ্ঠ ঈমাম ও খামারি বাছাই, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ এবং ঈমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের উদ্বুদ্ধকরণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওঃ রইছ উদ্দিন।
লাখাই থানা মসজিদের ঈমাম মহিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন লাখাই’র সুপার ভাইজার সারোয়ার আহমেদ।
সভায় উপজেলার বিভিন্ন মসজিদ থেকে প্রায় ৭০ জন ঈমাম ও মুয়াজ্জিন অংশ নেয়।
শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কওমি উলামা পরিষদের সভাপতি আমিমুল এহসান মাসুম।