বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে তথ্য আপা, লাখাই’র আয়োজনে ১ নং লাখাই ইউনিয়নের রুহিতনসীগ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলার ১নং লাখাই ইউনিয়নে তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের ২য় পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা,ভ্যাটিনারী সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন,সাংবাদিক এম,এ,ওয়াহেদ প্রমুখ।
এ সময় এসিল্যান্ড বলেন, তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্যে এই উঠান বৈঠক যুগোপযোগী পদক্ষেপ।
বৈঠকে প্রায় ২৫ জন মহিলা অংশ নেন।