বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা বাজার অংশে যানযট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৬শে জুন) উপজেলার স্থানীয় বুল্লাবাজারে যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা।
এ সময় রাস্তার পাশে অস্থায়ী বাঁশ বাজার রাস্তা থেকে অপসারণ করা হয়, বাজারে রাস্তার মধ্যে অবৈধ পার্কিং করে দাড়ানো অটোরিকশা ও সিএনজি সরিয়ে দেয়া হয় ও সতর্ক করা হয়।
এছাড়া রাস্তার মধ্য থেকে ২টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ দোকানীকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যগণ।