হৃদয় এস এম শাহ্-আলম,মাধবপুর থেকেঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ০৩নং বহরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামসহ মোট তিনটি গ্রামের মানুষ দৈনন্দিন এই ব্রিজ দিয়ে একমাত্র যাতায়াতের রাস্তা।
গত ২বছর আগে হঠাৎ করে এই ব্রিজ টি ভ্যাংগে পরে উক্ত স্হানের ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ আরিফুল ইসলাম আরিফ কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান এই ব্রিজ ইউনিয়ন বাজেট দ্বারা নির্মাণ করা সম্ভব নয়,
আমরা গত ২বছর আগেই সরকারি ব্যাজেট এর জন্য আবেদন করেছি উপজেলাতে ইউএনও স্যারের নিকট।
এবং এ বিষয়ে মাননীয় বিমান প্রতিমন্ত্রী জনাব মোঃ এড. মাহবুব আলী এম,পি মহোদয় কে অবগত করার পরে তিনি জানান আমরা অতি শ্রীঘ্রই এই ব্রিজটির নিমার্ণ কাজ করা হবে বলে জানান।
এই ব্রিজ টি অতি তারাতারি নির্মাণ করার জন্য দাবি জানালেন তিন গ্রামে বসবাসকারীরা।