মাধবপুর প্রতিনিধি : করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে হবিগঞ্জে মাধবপুরে যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী, পুলিশ নেতৃত্বে সদস্যরা টহল জোরদার করেছেন।
অপ্রয়োজনে ঘর থেকে বের হলেই জরিমানা করা হচ্ছে। এছাড়া উপজেলা ম্যাজিস্ট্রেট ও জেলা থেকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যৌথ অভিযান পরিচালনা করছেন।
সকাল থেকে উপজেলা শহরে যৌথ অভিযান পরিচালনার সময় অন্তত ১৪ জনকে জরিমানা করে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন । এসময় ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়ে প্রচারণা চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন জানান, করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কেউ আইন অমান্য করলে শাস্তি প্রদান করা হবে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী,সহ যৌথভাবে উপজেলাব্যাপী কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।