স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে গতকাল দুপুরে উনাকে সেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত ক্যাবিনে স্থানান্তরিত করা হয়।
এদিকে গতকাল করোনায় আক্রান্ত সনাক্ত হওয়ায় সংসদ সদস্যের স্ত্রী হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারকেও সেখানে ভীর্ত করা হয়েছে।
এমপি আবু জাহির ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলাজুড়ে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তাদের জন্য প্রার্থনা করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, গতকাল হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিনি ইউনিয়ন শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।