নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি সস্ত্রীক দ্বিতীয় দ্বিতীয়বারের মতো করোন আক্রান্ত হয়ে ঢাকাস্থ পিজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রবিবার বাদ জোহর রেলওয়ে জামে মসজিদে তার রোগমুক্তি কামনায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক,যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ সানি সিতার, খায়রুল আলম, কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ দুলাল, প্রচার সম্পাদক জিতু লস্কর, তথ্য ও গবেষনা সসম্পাদক মোঃ মামুন চৌধুরী, পৌর যুবলীগের সাধারন সম্পাদক টিএম আফজাল, কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদার, শেখ ই আর ইকবাল, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জামাল আহমেদ রাজ,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান রাসেল, সহ- সভাপতি শেখ মোহাম্মদ জামাল, পৌর শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বিলাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রকিব ,সাবেক সাধারন সম্পাদক জালালউদ্দিন রুমি প্রমুখ।
মিলাদ মাহফিল পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা মুফতি হাফেজ মোঃ আব্দুল হান্নান।