নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যথাযথ স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১০ মামলায় ১৩ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার দাউদনগর বাজার, সুতাংবাজার ও বাছিরগঞ্জ বাজারে সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম।
এ ছাড়াও কয়েকজন অসহায়, দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।