আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জে মাধবপুর কঠোর লকডাউন বিধিনিষেধ না মানায় ব্যবসায়ী, পথচারী ও গাড়ির চালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত এক সপ্তাহে (১ জুলাই থেকে ৭ জুলাই) উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন পৌরশহর ও উপজেলায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় সেনাবাহিনী লেফটেন্যান্ট ইমামসহ একদল সেনা সদস্য ও থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
আদালত সূত্র জানায়, করোনা ভাইরাস ব্যাপকহারে বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য সারাদেশ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ার এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ী ও পথচারীকে ৯ টি মামলায় ১ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন বলেন করোনা ভাইরাস সংক্রমণ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।