আব্দুর রকিব : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শায়েস্তাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সাদি আফরোজ এর নেতৃত্বে সেনাবাহিনীর একদল সদস্য শায়েস্তাগঞ্জ বিভিন্ন এলাকাজুড়ে মানবিক সহায়তা বিতরণ করেন।
রবিবার শায়েস্তাগঞ্জের দৌলতপুর, সখিপুর, মিঠাপুর, খালপাড় এলাকায় ১১জন দরিদ্র অসহায় মানুষের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। মানবিক সহায়তার মাঝে ছিল চাল, আটা, ডাল, আলু, তেল ,সাবান ।
ক্যাপ্টেন সাদি আফরোজ দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বে ইতিমধ্যে ৩৫০ জন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
আমরা প্রতিদিনই শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কঠোর লাকডাউন বাস্তবায়নের পাশাপাশি হতদরিদ্র অসহায় মানুষের পাশে মানবিক ত্রান সহায়তা প্রদান করে আসছি।