বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে লকডাউন কার্যকরে সেনাবাহিনীর টহল অভিযান পরিদর্শনে বিগ্রেডিয়ার জেনারেল মিজান ও প্রশাসনের যৌথ অভিযান।
দেশব্যাপী চলমান লকডাউনের ১৩তম দিনে লাখাইয়ে লকডাউন কার্যকরে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সারাদেশের ন্যায় লাখাইয়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন বিগ্রেডিয়ার জেনারেল মিজান। একই দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় উপজেলার বামৈ বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে লকডাউন অমান্য করায় ১০ টি মামলায় ১০ জনকে মোট ৪,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।
এ সময় পথচারীদের মাস্ক পড়তে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্যে সকলকে অনুরোধ করা হয়।