সৈয়দ সালিক আহমেদ : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের অসহায় কর্মহীন জনগনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
বুধবার সকালে উপজেলার তেঘরিয়া ইউনিয়ন পরিষদ হতে এ নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এবং এফবিসিসিআইএ-র পরিচালক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনু মিয়া এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। তিনি দেশ এবং জনগণের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে ব্যাপক পরিকল্পনার মাধ্যমে অসহায় দুঃস্থ্য মানুষের জন্য খাদ্যসহ নগদ অর্থ প্রদান করছেন। এছাড়া উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।
এরপর তিনি তেঘরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে রাস্তা মেরামতের কাজ পরিদর্শন করেন।