বাহার উদ্দিন, লাখাই থেকে : দেশব্যাপী চলমান লকডাউনের ২য় দিনের লকডাউন অমান্য করায় হবিগঞ্জের লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর আওতায় ০৫ টি মামলায় ৫ জনকে মোট ৫,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।এ সময় সকলকে মাস্ক পড়তে উদ্ধুদ্ধ করা হয়।