বাহার উদ্দিন, লাখাই থেকে : দেশব্যাপী চলমান তৃতীয় দিনের লকডাউনে করোনা সংক্রান্ত বিধিনিষেধ লংঘন করায় হবিগঞ্জের লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (২৫ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় লাখাইয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৬৬ ধারায় মোট ০২টি মামলায় ০২ জনকে মোট ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।
এসময় সকলকে মাস্ক পড়তে উদ্ধুদ্ধ করা হয় এবং বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্যে অনুরোধ করা হয়।