মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি: উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও রুপকার, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও জননেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন উপলক্ষে মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (২৭ জুলাই)বিকালে স্বাস্থ্যবিধি মেনে ডাকবাংলা জামে মসজিদে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেন টিপু সাধারণ সম্পাদক শাহ কামাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কতুবসহ প্রমূখ।
উক্ত মিলাদ মাহফিলে সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা ও বিশেষ দোয়া করা হয়।