রুবেল,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে
থানার দু’টি পৃথক অভিযানে মাদক ও মোটর সাইকেল সহ দুই জন ব্যক্তিকে আটক করে পুলিশ।
মঙ্গলবার ১০ আগষ্ট উপজেলার নোয়াপাড়া এবং জগদীশপুর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। থআটককৃতরা হল মাধবপুর উপজেলার গোয়াচনগর গ্রামের এম এ আহাদ মিয়ার ছেলে তারেকুল আমান শাহ(২৫) আরেকজন নবীগঞ্জ থানার বনগাও গ্রামের এনামুল মজিদের ছেলে মিজানুর রহমান (৩৯)।
পুলিশ তারেকুল আমানকে ১০০পিস ইয়াবা সহ এবং মিজানুর রহমানকে ২৩ বোতল বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ আটক করেন। মাধবপুর থানা পুলিশ আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করছেন।