মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : সেই মাহমুদার চুরি যাওয়া তিনটি গাভীর মধ্যে একটি গাভী উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই শুভ’র নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার খড়কি এলাকায় অভিযান চালিয়ে একটি পাটক্ষেত থেকে গাভীটি উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, মাহমুদার পরিবারের নিকট গাভীটি হস্তান্তর করা হয়েছে। আরও দুটি গাভী উদ্ধার ও চোর চক্রের সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে অসহায় মাহমুদার পরিবার একমাত্র আয়ের উৎস তিনটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ গরু চোর চক্র।
সকালে বাছুরটি নিজে নিজে চলে আসলে ধারণা করা হয় চোর চক্রের সদস্যরা গাভীগুলো আশপাশে কোথাও রেখেছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে একটি গাভী উদ্ধার করে পুলিশ।