মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর থেকে ১৮৯০ পিস ইয়াবাসহ মো. কবির (৪৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটককৃত ওই ব্যক্তি কুমিল্লা সদর উপজেলার বাগিচাগাঁও এলাকার মৃত শাখাওয়াত উল্লাহ র পুত্র ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে র্যাব -৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৩ টা ৪০ মিনিটে মাধবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার ‘সুশান ফিলিং স্টেশন ’ এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।