সৈয়দ হাবিবুর রহমান ডিউক, শায়েস্তাগঞ্জ( হবিগঞ্জ):
শায়েস্তাগঞ্জের পৌর এলাকার শিশু ইতি আক্তার (৬) নির্মম হত্যাকান্ডের তিন বছর পেরিয়ে গেলেও ঘটনার জট খুলতে পারেনি পুলিশ। ইতির ববার হাতে পেষ্টুন, পেষ্টুনের ছবিতে একপাশে ইতির হাসিমাখা মুখ, অন্যপাশে ইতির বস্তাবন্দি মৃতদেহের ছবি। আদরের শিশু ইতিকে হারিয়ে শোকে পাথর হয়ে যাওয়া পিতা এখনো মেয়ে হত্যার বিচার দেখবেন বলে আজো রাস্তায় রাস্তায় ঘুরছেন ।
ইতি আখতারের হত্যারহস্য উন্মোচনের সময়ের রশি দিনে দিনে কেবলই দীর্ঘায়িত হচ্ছে। দেখতে দেখতে পার হয়ে গেছে তিনটি বছর, আর কবে পাবেন নিরীহ পিতা তার মেয়ে হত্যার বিচার। আলোচিত হত্যাকান্ডের শিকার শিশু ইতি আক্তার শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচরের ৯নং ওয়ার্ডের চটপটি বিক্রেতা আব্দুস শহিদের মেয়ে।
খোজ নিয়ে জানা যায়, গত ২০১৮ সালের ২৫ জুলাই ভোরে বাড়ির পাশের মসজিদে মক্তবে পড়তে যায় ইতি আক্তার। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ইতির বাবা এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।
অনেক খোঁজাখুঁজির পর, পরদিন সকালে ইতির বাবা আবদুস শহীদ সেই মসজিদের পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে ইতির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের পর তিনি থানায় একটি খুনের মামলা দায়ের করেন। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ওই মামলাটি বেশ কিছুদিন তদন্ত করার পর পিবিআই হবিগঞ্জের কাছে হস্তান্তর করে, যা এখনো তদন্তাধীন রয়েছে।
ইতিমধ্যে, হত্যার রহস্য উদঘাটন করতে না পারায় একাধিকবার আলোচিত এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল করা হলেও কোনো সুরাহা হয়নি বিগত তিন বছরেও।
এ হত্যাকান্ডটি এলাকার অতীতের অন্যসব হত্যাকান্ডকে ম্লান করে দিয়েছে। অনেকেই ধারণা করছেন, ইতির পরিবারের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে ঘটে থাকতে পারে পাশবিক ও নির্মম এ হত্যাকান্ড, নাহলে একটি শিশু তো আর কারো চক্ষুশল হয়ে উঠতে পারেনা। শিশু ইতির পরিবারের লোকজন ও তার বাবা এখনো ইতির ছবি বুকে ধরে চোখের পানিতে বুক ভাসায়।
এলাকার লোকজনের জিজ্ঞাসা কোন অপরাধে হত্যা করা হলো এই নিষ্পাপ শিশুটিকে। ইতির সহপাঠীরা সংশ্লিষ্ট লোকজনের দেখা পেলে উৎসুক দৃষ্টিতে জলভরা নয়নে জানতে চায়, ইতি হত্যার বিচার হবে কি?
এ বিষয়ে ইতির বাবা আব্দুস শহীদ বলেন, মেয়েকে হারিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি বিচারের আশায়। আমি চাই আমার মেয়ের প্রকৃত খুনিদের ফাঁসি হোক।
এ বিষয়ে মামলার বর্তমান তদন্তের দ্বায়িত্বে থাকা কর্মকর্তা হবিগঞ্জ পুলিশ বুরো অফ ইনভেষ্টিগেশন( পিবিআই) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ রেজাউল করিম বলেন, আমরা ডিজিটাল সিষ্টেমের মাধ্যমে হত্যার মুলরহস্য বের করার চেষ্টা করে যাচ্ছি। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞেস করেছি, কিন্তু কোন ক্লু পাইনি। এখনো তদন্তের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, ইতি হত্যার ১১ মাস পরে মামলাটি পিবিআইর কাছে আসে, যার কারণে তদন্তে বিলম্বিত হচ্ছে। ঘটনার সাথে কারা কারা জড়িত ছিল এ রহস্য বের করার জন্য তিনি গণমাধ্যমের ও সহযোগীতা কামনা করেন।তিনি আশাবাদী খুব শীঘ্রই এর একটি ভাল রেজাল্ট আসবে।