শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : নুরপুর ইউনিয়ন যুবলীগের সভায় নেতৃবৃন্দ বলেন, অনুপ্রবেশকারী ও যারা নৌকার বিরোধিতা করেছে তাদের স্থান যুবলীগে নেই। বাংলাদেশ যুবলীগ আওয়ামী লীগের বিশ্বস্ত ভ্যানগার্ড, এ দলে যারা নিবেদিত কর্মী তারাই স্থান পাবে।
আগামীতে নুরপুর ইউনিয়ন যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে একটি সফল সম্মেলনের প্রস্তুতি নেয়ার জন্য আহব্বান জানান।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত নুরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে মংগলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় সুতাং বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় নুরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল হান্নান তালুকদারের পরিচালনায় ও ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, জেলা যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, সমাজ কল্যাণ সম্পাদক মইনুদ্দিন চৌধুরী সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ হাসান,
নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছাক আলী সেবন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক মোঃ জাকির হোসেন, মহিলা মেম্বার রাবেয়া আক্তার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আব্দুস সালাম মজনু, শফিকুল ইসলাম শোয়েব, তোফাজ্জল জোসেফ, আব্দুল হান্নান বরুন, মোঃ জুয়েল, মোঃ জনি, সৈয়দ সজীব,
শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক শামীম মাহমুদ, এনামুল হক সোহাগ, আলমগীর মিয়া, বদরুল তালুকদার বাদল, সেলিম আহমেদ, মোঃ বাবুল মিয়া, কামরুল হাসান রাজীব,ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক মোঃ মুজিবুর রহমান উদয়।
এছাড়াও ওয়ার্ড যুবলীগের মোঃ মোতালিব, আরজু মিয়া, খলিল মিয়া, জাহিদুল ইসলাম, নাসির উদ্দিন, রুহেল ইসলাম, হারুন মিয়া, আঃ রহমান, মোঃ শাবলু মিয়া, সুকেশ পাল, মোঃ শিবলু মীর, মোঃ বুলবুল মিয়া, ছায়েদ মিয়া প্রমুখ।