হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হবিগঞ্জ জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ৩আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, দেশের উন্নয়নে জন্য শেখ হাসিনার বিকল্প নাই। শত ঘাত প্রতিঘাত উপেক্ষা করে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাড় করেছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে আজ ডিজিটালাইজেশনের ছোয়া লেগেছে। মানুষ ঘরে বসে তাদের নিত্যদিনের কাজ করতে পারছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার গ্রামকে শহরে রূপান্তরের কাজ করে যাচ্ছেন। মানুষ গ্রামে বসে শহরের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, সহ সভাপতি এডভোকেট মাহফুজা বেগম সাঈদা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফম মাহবুবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য পিজুস দেবনাথ চৌধুরী, এডভোকেট জিয়াউল ইসলাম ফুয়াদ, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুর রহমান সানি সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া চৌধুরী। সভায় জানানো হয় যে, আগামী ২৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।