রুবেল,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাসিক যৌথসভা এবং ই-প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।
বুধবার ২২ আগষ্ট দুপুর ২টায় উপজেলার নোয়াপাড়া চা-বগান পূজা মন্ডব প্রঙ্গনে উপজেলা সমবায় অফিসের সিভিডিপি প্রকল্পের বাস্তবায়নে সভা পরিচালিত হয়।
সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাধবপুর উপজেলা সমবায় কর্মকর্তা, সিভিডিপির ৩য় পর্যায়ের সহকারী পরিচালক তাপস কান্তি বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা বার্ড অংশের সিভিডিপি ৩য় পর্যায়ের উপ প্রকল্প পরিচালক সালাহ্ উদ্দিন ইবনে সাইদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বার্ড অংশের সিভিডিপি ৩য় পর্যায়ের হিসাব রক্ষণ কর্মকর্তা এম এইচ জাহাঙ্গীর।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক বৃন্দসহ উপজেলার সমবায় সমিতির ৬০জন সাধারণ সম্পাদকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এই সমিতির মধ্যমে একটি এলাকা বা গ্রামকে উন্নত করা যায়। কথায় আছে “দশের লাটি, একের বুঝা” একটা সমতি মিলিত হয়ে গ্রামের মানুষকে সাবলম্বী করা যায়। বর্তমান প্রায় সব গ্রামেই বাহির থেকে বড় বড় ঋণদান সমিতি গুলো ঋণ দিয়ে যাচ্ছে। যদি গ্রামের সমিতি ই গ্রামে ঋণ দেয় তাহলে গ্রামের টাকা গ্রামেই থাকল পাশাপাশি দুই পক্ষই সাবলম্বী হলো।