নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ- শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে বেপরোয়া হবিগঞ্জ বিরতিহীন বাস প্রাইভেট মাইক্রো মুখোমুখি সংঘর্ষ!
মঙ্গলবার( ২৮ শে সেপ্টেম্বর)২১ ইং দুপুর ১২ ঘঠিকায় হবিগঞ্জ- শায়েস্তাগঞ্জ রোড়ের জগত নামক স্থানে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস ওপ্রাইভেট প্রাইভেট মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ এর দিকে মাইক্রোবাসা টি চেড়ে যায়। সিলেট থেকে আসা হবিগঞ্জ বিরতিহীন বাস টি জগত পুরে এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাস কে চাপা দিলে গাড়িতে থাকা ৪/৫ জন আহত হয়।
জানা যায় হবিগঞ্জ বিরতিহীন বাস প্রায় সময় ই শায়েস্তাগঞ্জ টু হবিগঞ্জ রোডে দ্রুতগামীতার কারণে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত সাপ্তায় এক ই এলাকায় হবিগঞ্জ শ্রীমঙ্গল বিরতিহীন সিএনজি মুখোমুখি সংঘর্ষে শানখলা সর ঃপ্রাইমারি বিদ্যালয় এর শিক্ষিকা নিহত হয়েছে।