নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর প্রাণ আরএফএল কোম্পানির কারখানার ভেতরে সহকর্মীর ধারলো ইস্পাতের আঘাতে সুজন বৈষ্ণব (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে । এ ঘটনায় মিন্টু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সুজন বৈষ্ণব বানিয়াচং উপজেলার খড়চা গ্রামের সুমলাল বৈষ্ণবের ছেলে এবং আটক মিন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার ছেলে। তারা দুইজনই প্রাণ আরএফএল কোম্পানির মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিল।
জানা যায়, নিহত সুজন ও আটক মিন্টু মেশিন সেকশনে অপারেটরের কাজ করতেন। রোববার বিকেলে কোন এক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু মিয়া হাতের কাছে থাকা ধারালো একটি ইস্পাতের টুকরো দিয়ে সুজন বৈষ্ণবের বুকে ও পেটে আঘাত করেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অজয় চন্দ্র দেব নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িত মিন্টু মিয়াকে আটক করা হয়েছে।