আলমগীর কবির, মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে উপজেলা প্রশাসনের মাধ্যমে ৪ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে এগুলো বিতরণ করা হয়।
সোমবার (৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ হুইল চেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন।
এইসময় আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কমকর্তা ফারজানা বিনতে মাহমুদ, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অলিদ মিয়া, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার মোঃ ইকবাল হোসেন খান সহ প্রমূখ।