শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতীয় ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ সর্দার।
প্রধান অতিথি বলেন, প্রতিটি শিশুকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। শিশু জন্মের সাথে সাথে যাতে সে নাগরিকত্ব পায় সে জন্য সরকার জন্ম নিবন্ধন ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। পাশাপাশি মৃত্যু নিবন্ধনও বাধ্যতামূলক করেছে।
তিনি আরো বলেন, জাতিসংঘের শিশু অধিকার সনদ-৭ অনুযায়ী একটি শিশু জন্মের পরই জন্ম নিবন্ধন করতে হবে। জাতীয়তা অর্জন, নামকরণ ও পিতা মাতার পরিচয় জানবার এবং তাদের হাতে পালিত হওয়ার অধিকার শিশুর আছে।
বর্তমানে সারাদেশে সিটি কপোর্রেশনে, পৌরসভা, ইউনিয়ন, ক্যান্টনমেন্ট বোর্ড এবং দূতাবাস মিশন এ কার্যক্রম চলমান আছে।
শায়েস্তাগঞ্জ উপজেলায় ৩টি ইউনিয়ন কার্যক্রম চলমান রয়েছে তিনি এ কথা বলেন। “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরই নিবন্ধন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণডোরা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন আদিল জজ মিয়া, নুরপূর ইউনিয়ন চেয়ারম্যান মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মোরশেদ আলম, শায়েস্তাগঞ্জ পৌরসভা সচিব কাজী মোঃ মোস্তফা কামাল প্রমুখ।
এছাড়া ও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব ও বিভিন্ন ব্যাক্তিবর্গগণ।