শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

লাখাইয়ে অটোরিকশার ভাড়া নির্ধারন,নৈরাজ্যকর পরিস্থিতির অবসান

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

বাহার উদ্দিন, লাখাই থেকে : লাখাইয়ে সিএনজি চালিত অটোরিক্সা যাত্রী সাধারনের নিকট থেকে খেয়াল খুশিমতো ভাড়া আদায় নিয়ে দীর্ঘদিন যাবৎ যাত্রী ও চালকের মধ্যে অসন্তোষ চলে আসছিল।

অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে যাত্রী সাধারনের ভোগান্তি লাঘবে ও ভাড়া নিয়ে নৈরাজ্যকর পরিস্থিতির অবসানকল্পে বৃহস্পতিবার (২১ অক্টোবর) লাখাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অটোরিক্সা ভাড়া নির্ধারন বিষয়ে বিশদ আলোচনা শেষে যাত্রী ও চালক উভয়ের সুবিধা অসুবিধা বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারন করা হয়।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মতামতের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং হবিগঞ্জ – লাখাই সড়কের বিভিন্ন গন্তব্যের ভাড়ার চার্ট প্রনয়ন করে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি নির্দেশনায় আরোও উল্লেখিত যে নির্ধারিত ভাড়া আদায়ের ক্ষেত্রে কোন প্রকার ব্যত্যয় ঘটালে ও কোন অভিযোগ প্রমাণিত হল আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বৃহস্পতিবার (২১শে অক্টোবর) আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

লাখাই উপজেলা প্রশাসন কতৃক নির্ধারিত হবিগঞ্জ – লাখাই সড়কে সিএনজি চালিত অটোরিক্সা ভাড়া হবিগঞ্জ থেকে লাখাই বাজার ও মোড়াকরি পর্যন্ত ৫৫ টাকা, হবিগঞ্জ থেকে বামৈ বাজার ও কালাউক পর্যন্ত ৪০ টাকা এবং হবিগঞ্জ থেকে বুল্লা বাজার পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারন করা হয়। এছাড়া লাখাই বাজার এবং মোড়াকরি থেকে বামৈ, কালাউক ও বুল্লা বাজার পর্যন্ত ভাড়া যথাক্রমে ১৫, ২০ ও ২৫ টাকা নির্ধারন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!