নিজস্ব প্রতিবেদকঃ শায়েস্তাগঞ্জে দুই বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে উপজেলার বাগুনীপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ মিনহাজুল ইসলাম।
এসময় স্বাস্থ্যকর পরিবেশ, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা এবং মোড়কজাতকরণের নিবন্ধন সনদ না থাকায় “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” এর ২৪(১) ধারা অনুসারে জান্নাত ফুড প্রোডাক্টকে ৫ হাজার টাকা এবং নিউ সুপার ফুড প্রোডাক্টকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বিএসটিআই সিলেটের পরিদর্শক পারভেজ আহমেদের নেতৃত্বে একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।