মুহিন শিপনঃ নবনির্মিত হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ।
সোমবার বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয় তলায় স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা বেগম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা শাকিল মিয়া প্রমুখ।
এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশীদ ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যদেরকে ধন্যবাদ জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভিবিডি হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর, সদস্য রফিকুল ইসলাম, মুহিন শিপন, সাইফুল ইসলাম, তালহা জোবায়ের, জাহিদ আহমেদ।
এবিষয়ে ভিবিডি হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর জানান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ মুলত জাগো ফাউন্ডেশনের ইয়ুথ্য উইং হিসেবে দেশ ব্যাপী সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা হয়েছে।