হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে সন্দেহজনক আচরণ মনে হওয়ায় পূজামণ্ডপের পাশ থেকে পবিত্র কোরআন শরীফসহ এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
শহরের চৌধুরীবাজার সর্বজনীন পূজামণ্ডপের পাশ থেকে শুক্রবার বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়। ওই যুবক তার নাম মিজান এবং বাড়ি নোয়াখালী বলে জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন তথ্য এখনো পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানায়, ওই যুবক শুক্রবার দুপুর থেকে মণ্ডপের আশপাশে ঘোরাফেরা করছিলেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন যুবক তার ওপর নজরদারি রাখেন এবং পরে আটক করেন। আটকের পর তার সাথে থাকা ব্যাগে তল্লাশী করে একটি কোরআন শরীফ পাওয়া যায়।
বিষয়টি চৌধুরীবাজার পুলিশ ফাঁড়িকে অবগত করলে পুলিশ এসে ওই যুবককে ফাঁড়িতে নিয়ে যায় এবং পরে সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ ফাঁড়ি থেকে পরে ওই যুবককে থানায় নেয়া হয়েছে। এখানো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পরে বিস্তারিত জানানো হবে।